You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
৬ই এপ্রিল ১৯৬৬

আগামীকাল শেখ মুজিবের পাবনা যাত্রা
(ষ্টাফ রিপাের্টার)

রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সফরকল্পে পূর্ব পাকিস্তান। আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান অন্যান্য আওয়ামী লীগ নেতা সমভিব্যাহারে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে মােটরযােগে পাবনা রওয়ানা হইবেন। শেখ মুজিবর রহমানের সঙ্গে থাকিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ জনাব নূরুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক জনাব আবদুল মােমিন, সাংগঠনিক সম্পাদক জনাব মীজানুর রহমান চৌধুরী এম, এন,এ, সাংস্কৃতিক সম্পাদক জনাব কে, এম, ওবায়দুর রহমান, আওয়ামী লীগ নেতা খােন্দকার মােশতাক আহমদ এ্যাডভােকেট ও জনাব রফিকুল হােসেন এ্যাডভােকেট এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রাক্তন সভাপতি শাহ মােয়াজ্জেম হােসেন। প্রাক্তন মন্ত্রী জনাব মনসুর আলী এবং পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন এম, এন, এ, জনাব আমজাদ হােসেন পাবনায় নেতৃবৃন্দের সঙ্গে যােগ দিবেন। শেখ মুজিবর রহমান নিম্নোক্ত কর্মসূচী অনুযায়ী জনসভায় বক্তৃতাদান করিবেনঃ ৭ই এপ্রিল-পাবনা; ৮ই এপ্রিল-বগুড়া; ৯ই এপ্রিল-রংপুর; ১০ই এপ্রিল-দিনাজপুর; ১১ই এপ্রিল রাজশাহী; ১৪ই এপ্রিল- ফরিদপুর; ১৫ই এপ্রিল-যশাের এবং ১৭ই এপ্রিল-খুলনা।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!