You dont have javascript enabled! Please enable it! 1966.03.26 | সবুর খান কর্তৃক ৬-দফার সমালােচনা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২৬শে মার্চ ১৯৬৬

সবুর খান কর্তৃক ৬-দফার সমালােচনা

লাহাের, ২৪শে মার্চ (এ,পি,এ)।-গত মঙ্গলবার এখানে বিমানবন্দরে সাংবাদিকদের সহিত আলাপ-আলােচনাকালে কেন্দ্রীয় যােগাযােগমন্ত্রী জনাব আবদুস সবুর খান বলেন যে, জাতীয় পরিষদের মুসলিম লীগ দলীয় সদস্যগণ শেখ মুজিবর রহমানের ছয় দফার অন্তরালবর্তী চিত্র উন্মােচনের জন্য শীঘ্রই অভিযান শুরু করিবে।
তিনি আরও বলেন যে, দেশের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য কতিপয় মহল এই অপচেষ্টায় মাতিয়াছেন। কিন্তু জনসাধারণ ইতিপূর্বে ইহাদের কার্যকলাপ বহুবার দেখিয়াছেন এবং তাহাদের কখনও প্রতারিত করা যাইবে না বলিয়া তিনি দাবী করেন।
জনাব সবুর খান আরও বলেন যে, পূর্ব পাকিস্তানের জনসাধারণ ছয় দফার প্রতি গুরুত্ব দেয় না বলিয়া তাহারা এই আন্দোলনের সহিত জড়িত নহে। দেশের সংহতি ও ঐক্যের প্রতি জনগণের যে অটুট আস্থা রহিয়াছে এই ধরনের আন্দোলন বা কর্মসূচী তাহাকে বিনষ্ট করিতে পারিবে না বলিয়া তিনি আশা প্রকাশ করেন।
জনাব সবুর খান এক প্রশ্নের উত্তরে বলেন যে, জনসাধারণ নিজেরাই বহুবার এই ধরনের আন্দোলন পর্যুদস্ত করিয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব