You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৩১শে মার্চ ১৯৬৬

শেখ মুজিব কর্তৃক ধানমণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ অফিস উদ্বোধন

ঢাকা, ৩০শে মার্চ।- অদ্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান ১ নং মীরপুর রােডে ধানমণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের দফতর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে ঢাকা শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব কামাল বখতের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। বক্তৃতাদানকালে শেখ মুজিবর রহমান ৬-দফা কর্মসূচীর সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করেন। ধানমণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীদের পরিশ্রম ও উদ্যমের প্রশংসা করিয়া শেখ মুজিবর রহমান বলেন যে, দেশের কোণে কোণে আওয়ামী লীগের কর্মসূচীর কথা পৌছাইয়া দিতে হইবে এবং এই ব্যাপারে কর্মীদের যথাযােগ্য উদ্যোগ গ্রহণ করিতে হইবে। পি,পি,এ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!