You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
৫ই এপ্রিল ১৯৬৬

আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটিতে ২৫ জন সদস্য মনােনীত

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী গতকাল (সােমবার) নিম্নোক্ত ২৫ ব্যক্তিকে পরবর্তী মেয়াদের জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য মনােনীত করিয়াছেনঃ-
মেসার্স মওলানা আবদুর রশিদ তর্কবাগীশ; এডভােকেট জহিরুদ্দিন প্রাক্তন, কেন্দ্রীয় মন্ত্রী; এম, এম, সামাদ; আবদুর রহমান খান, এডভােকেট, প্রাক্তন মন্ত্রী; খােন্দকার মােশতাক আহমদ, এডভােকেট; এম, এ, আজীজ; নূরুল হক, এম, পি, এ; মােল্লা জালালুদ্দিন আহমদ, এডভােকেট মােঃ শামসুল হক; শেখ আবদুল আজীজ, এডভােকেট ; মমিনুদ্দিন আহমদ, এডভােকেট; সাদ আহমদ, এডভােকেট; এম, এ, রশিদ, প্রাক্তন এম, এন, এ; রহিমুদ্দিন আহমদ, এডভােকেট; এম, রওশন আলী, এডভােকেট আমজাদ হােসেন, প্রাক্তন এম, এন, এ; রফিকুদ্দিন ভূঁইয়া ; এ, কে, মুজিবুর রহমান ; এস, ডব্লু, লকিতুল্লাহ, এডভােকেট ; প্রফেসার ইউসুফ আলী, এম, এন, এ ; মতিয়ুর রহমান ; গাজী গােলাম মুস্তফা; আবদুল মমিন তালুকদার, এডভােকেট; জালালুদ্দিন আহমদ খান, এডভােকেট ও আবদুর রশিদ প্রাক্তন এম, পি, এ।
এতদ্ব্যতীত পদাধিকার বলে যাঁহারা প্রাদেশিক আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সদস্য নিযুক্ত হইয়াছেন, তাঁহারা হইলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ৩ জন ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারী, কোষাধ্যক্ষ, ৬ জন বিভাগীয় সেক্রেটারী এবং জাতীয় পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির নেতা শাহ মােহাম্মদ আজিজুর রহমান ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টির নেতা জনাব আবদুল মালেক।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!