আজাদ
২২শে মার্চ ১৯৬৬
আওয়ামী লীগ কর্তৃক ভুট্টোর চ্যালেঞ্জ গ্রহণ
ঢাকা, ২১শে মার্চ। -পূর্ব পাকিস্তানের যে কোন স্থানে যাইয়া একই মঞ্চ হইতে ছয় দফা কর্মসুচী আলােচনার জন্য পররাষ্ট্র উজীর জনাব জেড, এ, ভুট্টো শেখ মুজিবর রহমানের প্রতি যে চ্যালেঞ্জ প্রদান করিয়াছেন, পূৰ্ব্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দীন আহমদ অদ্য উক্ত চ্যালেঞ্জ গ্রহণ করেন।
অদ্য রাত্রে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে আওয়ামী লীগ নেতা জনাব ভুট্টোকে নিজ পছন্দ অনুযায়ী প্রদেশের যে কোন স্থানে আগামী রবিবার এক জনসভার আয়ােজন করার অনুরােধ জানাইয়াছেন।
তিনি বলেন যে, জনগণ নিজেদের স্বার্থরক্ষার ব্যাপারে যে কোন সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রহিয়াছে।
জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গণভােট গ্রহণ দ্বারা এই বিষয়ে মতামত সংগ্রহ করা উচিত।
আওয়ামী লীগ নেতা বলেন যে, জনাব ভুট্টো যদি উল্লিখিত গণতান্ত্রিক পদ্ধতিতে শতকরা ৩০টি ভােটও লাভ করেন, তবে আওয়ামী লীগ ছয় দফা কর্মসুচীকে পুনর্বিবেচনা করিতে রাজী আছে। -পি, পি এ
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব