দৈনিক পাকিস্তান
২৫শে মার্চ ১৯৬৬
জমিয়তে ওলামায়ের প্রস্তাব
দেশের দুই অংশের মধ্যে বিভেদ সৃষ্টিই ছয় দফার লক্ষ্য
করাচী, ২৩ শে মার্চ (এপিপি)।-গতকল্য এখানে জমিয়ত-উল-উলেমা-এ পাকিস্তানের কেন্দ্রীয় কমিটির সভায় আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের ছয় দফার তীব্র সমালােচনা করা হয়।
প্রস্তাবে বলা হয়, পাকিস্তানের দুই অংশের মধ্যে বিভেদ সৃষ্টি এবং পাকিস্তানের মূল আদর্শকে ধ্বংস করাই ছয় দফার লক্ষ্য।
এই “মারাত্মক প্রবণতার” জোর বিরােধিতা করার জন্য জমিয়ত ইহার ঢাকা, চট্টগ্রাম, ও খুলনা শাখার প্রতি নির্দেশ দিয়াছে। সমাজ লীগের নিন্দা রাওয়ালপিণ্ডি, ২৪ শে মার্চ (পিপিএ)। পূর্ব ও পশ্চিম পাকিস্তানে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার যে-কোন প্রচেষ্টাই পাকিস্তানের সংহতির প্রতি হুমকি স্বরূপ।
করাচী নাগরিক সমাজ লীগের সম্পাদক এম আই হােসেন মঙ্গলবার সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে উপরােক্ত অভিমত প্রকাশ করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব