দৈনিক পয়গাম
২১শে মার্চ ১৯৬৬
আসুন, একই মঞ্চে দাঁড়াইয়া ৬ দফা সম্পর্কে বিতর্কে অবতীর্ণ হই
শেখ মুজিবের প্রতি পররাষ্ট্র উজির ভুট্টোর চ্যালেঞ্জ
(ষ্টাফ রিপাের্টার)
পাকিস্তানের পররাষ্ট্র উজির জনাব জুলফিকার আলী ভুট্টো গতকল্য (রবিবার) এখানে বলেন যে, অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের ফলেই পাকিস্তানের সৃষ্টি হইয়াছে। তাই আজ যে অশুভ শক্তির পাঁয়তারা শুরু হইয়াছে, উহা ব্যর্থ হইতে বাধ্য।
পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিলের সমাপ্তি অধিবেশনে বক্তৃতা প্রসঙ্গে জনাব ভুট্টো উপরােক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, পাকিস্তানের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও মুক্তির প্রতীক এবং ইসলামী আশর লহিত অবিচ্ছেদ্য। ইসলামকে যেমন দ্বিধাবিভক্ত করা যায়নি এবং ইসলাম যেমন চিরন্তন সত্য, তেমনি পাকিস্তানও এক এবং চিরন্তন। সারা পাক-ভারতের মুসলমানের ইচ্ছায় পাকিস্তান সৃষ্টি হইয়াছে। তাই পাকিস্তানের কোন অংশের জনগণ ইহার নয়া আকৃতি দান করিতে পারে না এবং তাহাদের সে অধিকারও নাই। তাই ছয় দফার ভিত্তিতে পাকিস্তানকে নতুনভাবে ঢালাই করা “নয়া গ্রানাডার” সৃষ্টি করিবে।
জনাব ভুট্টো বলেন, শেখ মুজিবর রহমানের সহিত তাঁহার কোন ব্যক্তিগত বিরােধ নাই। কিন্তু তিনি যে ৬ দফা দিয়াছেন, তাহা দেশকে ধ্বংসের পথে টানিয়া আনিবে। তাই জনগণকে ইহার বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইতে হইবে।
শেখ সাহেবের প্রতি চ্যালেঞ্জ দিয়া তিনি বলেন যে, শেখ মুজিবরের সহিত একই সঙ্গে দাঁড়াইয়া এই ছয় দফার আলােচনা করিতে তিনি প্রস্তুত রহিয়াছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব