You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
২০শে মার্চ ১৯৬৬

আওয়ামী লীগ সভাপতি পদে শেখ মুজিব
(স্টাফ রিপাের্টার)

দীর্ঘ ১৫ বৎসর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর গতকাল (শনিবার) শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হইয়াছেন। শেখ মুজিবর রহমানের সহকর্মী হিসাবে নিম্নোক্ত ব্যক্তিগণ পরবর্তী বৎসরের জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কর্মকর্তা নির্বাচিত হনঃ সহ-সভাপতিসৈয়দ নজরুল ইসলাম এ্যাডভােকেট; হাফেজ হাবিবুর রহমান এবং জনাব মুজিবর রহমান (রাজশাহী) ; সাধারণ সম্পাদক-জনাব তাজুদ্দিন আহমদ; সাংগঠনিক সম্পাদক জনাব মীজানুর রহমান চৌধুরী এম, এন, এ; শ্রম সম্পাদক জনাব জহুর আহমদ চৌধুরী; প্রচার সম্পাদক-জনাব আবদুল মােমেন এ্যাডভােকেট; মহিলা সম্পাদিকা-মিসেস আমেনা বেগম; অফিস সম্পাদক-জনাব মােহাম্মদ উল্লাহ; সমাজকল্যাণ সম্পাদক-ছাত্রলীগের প্রাক্তন সভাপতি জনাব কে, এম, ওবায়দুর রহমান এবং কোষাধ্যক্ষ-জনাব নূরুল ইসলাম চৌধুরী। পরে সভাপতি কাৰ্য্যকরী সংসদের ২৬ জন সদস্য মনােনয়ন করিবেন।
যশােরের জনাব মসিহুর রহমান নয়া কর্মকর্তাদের নামের প্যানেল পাঠ করেন এবং পাবনার জনাব মনসুর আলী সম্পূর্ণ প্যানেল সমর্থন করেন। উপস্থিত কাউন্সিলররা বিপুল করতালির মাধ্যমে প্রস্তাবিত প্যানেলের প্রতি তাহাদের সর্বসম্মত সমর্থন জ্ঞাপন করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!