You dont have javascript enabled! Please enable it! 1966.03.20 | প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিব | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২০শে মার্চ ১৯৬৬

প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিব

ঢাকা, ১৯শে মার্চ (পি পি এ)।-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় দিবসে আগামী বত্সরের জন্য উক্ত পার্টির কর্মকর্তা নির্বাচন সম্পন্ন হয়। শেখ মুজিবুর রহমান সভাপতি এবং জনাব তাজউদ্দিন আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব