You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
৩রা মার্চ ১৯৬৬

৬-দফা দাবী আদায়ের সংগ্রামের জন্য প্রস্তুত হউন
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের প্রতি শেখ মুজিবের আহ্বান

গত মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ রহমতুল্লা ইনষ্টিটিউটে আয়ােজিত নারায়ণগঞ্জ মহকুমা ও শহর আওয়ামী লীগের কাউন্সিল ও ডেলিগেট সভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান সক্রিয় সংগ্রামের মাধ্যমে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে ৬-দফা। দাবী আদায়ের জন্য প্রস্তুত হইতে সকল আওয়ামী লীগ কর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি ৬-দফা দাবীকে পূর্ব বাংলার সাড়ে ৫কোটি মানুষের জীবন-মরণ সমস্যা বলিয়া অভিহিত করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব তাসাদ্দক হােসেন এবং বক্তৃতাদান করেন আওয়ামী লীগ নেতা খােন্দকার মােশতাক আহমদ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ জনাব নূরুল ইসলাম চৌধুরী, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শামসুল হক, জনাব মােস্তফা সারােয়ার, জনাব শামসুজ্জোহা ও জনাব মােসলেহ উদ্দিন ভূঁইয়া।
সম্মেলনে গৃহীত এক প্রস্তাবে অনতিবিলম্বে দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী জানান হয়। অপরাপর প্রস্তাবে প্রাপ্তবয়স্কদের ভােটাধিকারসহ পূর্ণ গণতন্ত্র প্রবর্তন, সকল রাজবন্দীকে মুক্তিদান, লেভী প্রত্যাহার, নরসিংদীকে পৌর সভার মর্যাদা দান, নারায়ণগঞ্জ পৌর সভার প্রস্তাব অনুসারে মরহুম সােহরাওয়ার্দীর নামে নারায়ণগঞ্জে একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা ও একটি রাস্তার নামকরণ, মনােনয়নের পরিবর্তে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচন এবং শহীদ নগরে গরীব জনসাধারণকে জমির বন্দোবস্ত দানের দাবী জানানাে হয়। এক প্রস্তাবে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য দেশরক্ষায় শহীদ হইয়াছেন, তাহাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং অন্যান্য সৈনিকদের প্রতি অভিনন্দন জানান হয়। বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান বলেন যে, যখনই কেহ পূর্ব পাকিস্তানের সমস্যার কথা তুলিয়া ধরিয়াছেন, তখনই তাঁহাদের উপর অত্যাচার নামিয়া আসিয়াছে এবং তাহাদিগকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়া হইয়াছে। তিনি বলেন যে, গত সেপ্টেম্বর মাসের ১৭দিনের যুদ্ধ দেশের সমস্যাদিকে দেশবাসীর কাছে নূতনভাবে তুলিয়া ধরিয়াছে এবং সেই পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের সমস্যাবলীর সমাধানের মাধ্যমে পাকিস্তানকে শক্তিশালী করার জন্য তিনি ৬-দফা দাবী তুলিয়া ধরিয়াছেন। তিনি এক এক করিয়া ৬-দফা দাবীর তাৎপর্য ব্যাখ্যা করেন। শেখ মুজিবর রহমান বলেন যে, একশ্রেণীর পশ্চিম পাকিস্তানী নেতা তাঁহার ৬-দফা প্রস্তাবে আঁতকাইয়া উঠিয়াছেন দেখিয়া তিনি বিস্মিত হইয়াছেন। তিনি বলেন যে, ৬-দফা। প্রস্তাবের মাধ্যমে পূর্ব পাকিস্তানী জনসাধারণ চিরন্তন শােষণের বিরুদ্ধে সংঘবদ্ধ সংগ্রাম শুরু করিতে পারে-এই ভয়ে এইসব নেতাদের এই কর্মব্যস্ততা। যাহারা অন্য কোন কথা না তুলিয়া আগে গণতন্ত্রের সংগ্রামের কথা বলেন, তাহাদের বক্তব্যের জবাবে শেখ মুজিব বলেন যে, এমন গণতন্ত্র নিশ্চয়ই কাম্য নয়-যাহাতে মানুষ মানুষকে শােষণ করিবে এবং সাড়ে ৫কোটি লােকের সম্পদ লুটিয়া কিছু সংখ্যক ভাগ্যবান লােক সম্পদের পাহাড় গড়িয়া তুলিবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!