You dont have javascript enabled! Please enable it! 1966.03.01 | খুলনার আইনজীবীদের মতে ছয়-দফায় জনগণের প্রাণের দাবী প্রতিধ্বনিত হইয়াছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১লা মার্চ ১৯৬৬

খুলনার আইনজীবীদের মতে
ছয়-দফায় জনগণের প্রাণের দাবী প্রতিধ্বনিত হইয়াছে

“সম্প্রতি লাহােরে অনুষ্ঠিত জাতীয় সম্মেলন উপলক্ষে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান যে ৬-দফা প্রস্তাব প্রকাশ করিয়াছেন, তাহাতে জনসাধারণের প্রাণের দাবীই প্রতিধ্বনিত হইয়াছে। বিগত পাক-ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের যে অবস্থা দাঁড়াইয়াছিল, তাহাতেই এই অঞ্চলের জনসাধারণের প্রতিটি স্তরে এই দাবীর বাস্তবতা তীব্রভাবে অনুভূত হইয়াছে।” খুলনা জেলা আইনজীবী সমিতির ৩২জন সদস্য এক যুক্ত বিবৃতিতে শেখ মুজিবর রহমানের ৬-দফা দাবীর প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জ্ঞাপন প্রসঙ্গে বলেনঃ বিগত ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ওয়াদার মধ্যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবী ছিল মুখ্য ও প্রধান এবং নির্বাচনের ফলাফল ২১-দফা দাবীর প্রতি এই অঞ্চলের জনসাধারণের সমর্থন সমস্ত বিতর্কের সমাধা করিয়াছিল। নির্বাচনকালে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র ও কুচক্রান্ত পূর্ব পাকিস্তানীদের ঐক্য বানচাল করিবার ব্যাপক চেষ্টা পায়। প্রদেশে ৯২-ক ধারা জারি এই অঞ্চলের রাজনৈতিক আবহাওয়া ঘােলাটে ও কলুষিত করিবার প্রচেষ্টারই নামান্তর ভিন্ন আর কিছু নয়। ইহা প্রদেশের জনসাধারণ সম্পূর্ণভাবে বুঝিতে পারিয়াছে। পরিশেষে সামরিক আইন জারি করিয়া প্রতিক্রিয়াশীল চক্র এদেশের গণসচেতনতাকে নস্যাৎ করিবার চেষ্টা করিয়াছে। শেখ মুজিবের ৬-দফা দাবী উত্থাপনে যাহাদের গাত্রদাহ হইয়াছে তাহাদের এদেশের জনসাধারণ ভাল করিয়াই চিনে। দেশের রাজনৈতিক শূন্যতার সুযােগে যাহারা নূতনরূপে রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হইয়া আজিকার গণচেতনাকে পুরাতন ও মরিচাধরা জিকির তুলিয়া বা ফতােয়া জারি করিয়া বিভ্রান্ত করিতে চায়, তাদের প্রতি দেয়ালের লিখন পড়িবার আবেদন জানাই। পূর্ব পাকিস্তানের প্রতি বিভিন্নমুখী প্রবঞ্চনার ইতিহাস বর্তমান সরকার এখন সরকারীভাবে স্বীকৃতিদানে বাধ্য হইয়াছেন। যাহারা পূর্ব পাকিস্তানীদের ভয় দেখাইয়া পাকিস্তানের এক অঞ্চলকে অন্য অঞ্চলের উপনিবেশ রূপে দেখিতে চায় তাঁহাদের বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গির অভাবে আমরা দুঃখ প্রকাশ করিতেছি। যদিও আজ দেশে গণতন্ত্রকে হত্যা করা হইয়াছে, রাজনীতি ক্ষেত্রে জনগণের মতামত মূল্যহীন হইয়াছে, তবুও দেশের স্বার্থে ও ভবিষ্যতের দিকে তাকাইয়া যাহারা রাষ্ট্রীয় ব্যাপারে মতামত প্রকাশ করিতে চান, তাঁহাদের প্রতি আমাদের আবেদন, পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবী প্রতিষ্ঠা করিবার সংগ্রামে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথায় সমগ্র পাকিস্তানের রাজনীতিক্ষেত্রে ভবিষ্যতেই চরম দুর্যোগপূর্ণ জটিলতার সৃষ্টি হইবে। পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান সাহেবও এক জনসভায় এই দাবীর মূল নীতির উপর সমর্থন দান করিয়াছেন। আমরা মনে করি, শেখ মুজিবরের পূর্ব পাকিস্তানীদের ৬-দফা দাবীর মধ্যে সাড়ে পাঁচ কোটি পূর্ব পাকিস্তানীদের আশা-আকাঙ্খ মূর্ত হইয়াছে এবং শেখ মুজিবের বলিষ্ঠ কণ্ঠে এই দাবী বিকশিত হওয়ায় প্রদেশবাসীর মধ্যে উজ্জ্বল আশার সঞ্চার হইয়াছে। আমরা উক্ত ৬-দফা দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানাইতেছি। নিয়ে স্বাক্ষরকারীদের নাম দেওয়া হইলঃ
১। মােমিন উদ্দীন আহমদ, এম, এ, এল, এল, বি; ২। এ, এইচ, দেলদার আহমদ, এডভােকেট; ৩। শেখ আঃ আজিজ, উকিল; ৪। মােঃ মনসুর আলী, এডভােকেট; ৫। সালাহ উদ্দিন ইউসুফ, উকিল; ৬। শেখ মােহাম্মদ আলী, উকিল; ৭। মােঃ এনায়েত আলী, উকিল; ৮। মােঃ আঃ রহিম, উকিল; ৯। মৌঃ মহম্মদ আলী, উকিল; ১০। মােঃ রফিক, উকিল; ১১। আঃ গফফার জোমাদ্দার, উকিল; ১২। সৈয়দ এমলাক আলী, উকিল; ১৩। মৌঃ তৈয়েবুর রহমান, উকিল; ১৪। কাজী সফিউল্লাহ, উকিল; ১৫। আফতাব উদ্দিন আহম্মদ, উকিল; ১৬। আবুল হােসেন শিকদার, উকিল; ১৭। কে, এম, আবদুল লতীফ, উকিল; ১৮। এস, এম, ওমর ফারুক, উকিল; ১৯। এম, এ, হালিম, উকিল; ২০। এস, এম, মােসলেম উদ্দিন, উকিল; ২১। মহফিল উদ্দিন আহমেদ, উকিল; ২২। এস, এম, আবদুল জব্বার, উকিল; ২৩। এম, আবদুল আজীজ, উকিল; ২৪। মােঃ হাবিবুর রহমান, উকিল; ২৫। মােঃ ইলিয়াস, উকিল; ২৬। মােঃ আমজাদ হােসেন সরদার, উকিল; ২৭। এস,এম, ওমর ফারুক (২), উকিল; ২৮। সেখ মেকছুদ আলী, উকিল; ২৯। আমীর আলী খান, উকিল; ৩০। মােঃ মনজুরুল ইমাম, উকিল; ৩১। সেখ তৈয়বুর রহমান, উকিল; ৩২। মােঃ আবেদুর রহমান, উকিল।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব