You dont have javascript enabled! Please enable it! 1966.03.03 | ৬-দফা কর্মসূচী বাস্তবায়নের দৃঢ় সংকল্প- রংপুর জেলা আওয়ামী লীগের নির্বাচনী সভায় প্রস্তাব গ্রহণ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৩রা মার্চ ১৯৬৬

৬-দফা কর্মসূচী বাস্তবায়নের দৃঢ় সংকল্প
রংপুর জেলা আওয়ামী লীগের নির্বাচনী সভায় প্রস্তাব গ্রহণ
(তারযােগে প্রাপ্ত)

রংপুর, ১লা মার্চ। গতকল্য স্থানীয় কমিউনিটি সেন্টার হলে রংপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলারদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেখ মুজিবর রহমান কর্তৃক উত্থাপিত ৬-দফা কর্মসূচীর প্রতি পূর্ণ সমর্থন এবং উহা বাস্তবায়নের জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করা হয়। সভায় জরুরী অবস্থা ও লেভী প্রত্যাহার এবং নওয়াবজাদা নসরুল্লাহসহ ধৃত অন্যান্য নেতার আশু মুক্তি দানের দাবীতে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হয়। অপর এক প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামধারী গুণ্ডাদের দৌরাত্মের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করিয়া অবিলম্বে উহাদের শাস্তিদানের দাবী জানান হয়। সভায় রংপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ গঠন করা হয়।
নিম্নে নবনির্বাচিত কর্মকর্তাদের নাম প্রদত্ত হইলঃ শাহ আবদুল হামিদ -সভাপতি, ডাঃ আবদুল হামিদ, জনাব রফিকুল ইসলাম উকিল, জনাব আফসার আলী, জনাব রিয়াত উদ্দীন আহমদ ও ডাঃ এস, রহমান- সহসভাপতি জনাব নূরুল হক এডভােকেট সাধারণ সম্পাদক। জনাব লুৎফর রহমান, জনাব শামসুল হক, জনাব আবুল হােসেন ও গাজী রহমান উকিল-সহ-সম্পাদক শেখ আমজাদ হােসেন দফতর সম্পাদক জনাব মজিবর রহমান – সাংগঠনিক সম্পাদক জনাব আউয়াল, কোষাধ্যক্ষ। কার্যকরী পরিষদে আরও ১৮ জন সদস্য গ্রহণ করা হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব