You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৩রা মার্চ ১৯৬৬

চৌধুরী মােহাম্মদ আলী কর্তৃক মুজিবের ৬-দফা প্রস্তাবের সমালােচনা

চট্টগ্রাম, ২রা মার্চ।-পাকিস্তান নেজামে এছলাম পার্টির প্রধান জনাব চৌধুরী মােহাম্মদ আলী গতকল্য এখানে বলেন যে, শেখ মুজিবর রহমানের ৬-দফা প্রস্তাব পাকিস্তানের ঐক্য ও সংহতি বিপদাপন্ন করিয়া তুলিবে।
জনাব চৌধুরী মােহাম্মদ আলী গতকল্য এখান হইতে ৬ মাইল দূরে হাটহাজারী ডাক বাংলা প্রাঙ্গণে অনুষ্ঠীত জনসভায় বক্তৃতাদান প্রসঙ্গে বলেন যে, উক্ত ৬-দফা প্রস্তাব পাকিস্তানের সংহতিকে দুর্বল করিবে।
প্রসংগক্রমে নেজামে এছলামী নেতা ১৯৫৬ সালের শাসনতন্ত্রের কথা উল্লেখ করেন এবং বয়স্কদের ভােটাধিকার প্রবর্তনের আহ্বান জানান। -এপিপি

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!