আজাদ
৫ই মার্চ ১৯৬৬
আরশাদ চৌধুরী কর্তৃক শেখ মুজিবের সমালােচনা
মূলতান, ৪ঠা মার্চ।-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান যে ৬-দফা দাবী উত্থাপন করিয়াছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জনাব আরশাদ চৌধুরী এক বিবৃতিতে তাহার তীব্র সমালােচনা করিয়াছেন।
জনাব আরশাদ চৌধুরী, তাহার বিবৃতিতে শেখ মুজিবর রহমানকে দেশ ও আওয়ামী লীগ দলকে বিভক্ত করিয়া দেওয়ার নীতি গ্রহণের দায়ে অভিযুক্ত করেন।
জনাব চৌধুরী বলেন যে, শেখ মুজিবর রহমানের এই নীতি আওয়ামী লীগের নীতি বিরােধী। তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রত বিরােধী দলগুলির উদ্দেশ্যকে ব্যর্থ করিয়া দেওয়ার কার্যে লিপ্ত থাকার জন্যও শেখ মুজিবের বিরুদ্ধে অভিযােগ করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব