You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
২০শে ফেব্রুয়ারী ১৯৬৬

শেখ মুজিবর রহমানের চট্টগ্রাম সফর

(নিজস্ব বার্তা পরিবেশক) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সেক্রেটারী শেখ মুজিবর রহমান চট্টগ্রাম ও নােয়াখালী সফরে যাইবেন। আগামী ২৫শে ফেব্রুয়ারী তিনি সফরে গমন করিবেন। তাহার এই তিন দিবসব্যাপী সফরে তিনি চট্টগ্রাম ও নােয়াখালীতে দুইটি জনসভায় বক্তৃতা করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!