You dont have javascript enabled! Please enable it! 1966.02.21 | শেখ মুজিবের ৬-দফার সমালােচনা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
২১শে ফেব্রুয়ারী ১৯৬৬

শেখ মুজিবের ৬-দফার সমালােচনা

করাচী, ১৯শে ফেব্রুয়ারী।- মজলিস উলেমা-ই-পাকিস্তান এর প্রেসিডেন্ট জনাব মওলানা আসাদুল কাদরী অদ্য আওয়ামী লীগের শেখ মুজিবর রহমানের পূর্ব পাকিস্তানের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন প্রস্তাবের সমালােচনা করেন। জনাব কাদরী এক বিবৃতিতে বলেন যে, পাকিস্তান প্রতিষ্ঠার পর হইতে শেখ মুজিবর রহমান যে সমস্ত কার্যকলাপে রত রহিয়াছেন উহার পরিপ্রেক্ষিতেই তাঁহার প্রস্তাব বিবেচনা করিতে হইবে।
তিনি বলেন, জনাব রহমান সেই আওয়ামী লীগের লােক, যে আওয়ামী লীগ একদিন যুক্ত নির্বাচনের পক্ষে ওকালতি করিয়াছিলেন সুতরাং তাঁহার ৬-দফা প্রস্তাবকে সমর্থনদানের পূর্বে বিশেষ চিন্তার প্রয়ােজন ছিল। -এপিপি

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব