You dont have javascript enabled! Please enable it! 1966.02.18 | ‘চণ্ডনীতি ত্যাগ করা উচিত’: বিরােধী নেতাদের আটকের প্রতিবাদে শেখ মুজিব | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৮ই ফেব্রুয়ারী ১৯৬৬

‘চণ্ডনীতি ত্যাগ করা উচিত’
বিরােধী নেতাদের আটকের প্রতিবাদে শেখ মুজিব

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান বিরােধী দলীয় নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে গতকল্য (বৃহস্পতিবার) সংবাদপত্রে নিম্নলিখিত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে শেখ মুজিবর রহমান বলেনঃ আমি এই মাত্র জানিতে পারিলাম যে, পাকিস্তান রক্ষাবিধি অনুযায়ী নওয়াবজাদা নসরুল্লা খান, মালিক গােলাম জিলানী মালিক, সরদার শওকত হায়াত খান, সরদার জাফরুল্লাহ খান ও খাজা মােহাম্মদ রফিককে গ্রেফতার করা হইয়াছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নে অবাধ মতামত প্রকাশ বন্ধ করার জন্য সরকার উহার চিরাচরিত দমন নীতির আশ্রয় গ্রহণ করিয়াছে, ইহা খুবই দুঃখজনক। আমি উক্ত পাঁচজন নেতার গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাঁহাদের মুক্তি প্রদানের দাবী করিতেছি। যেক্ষেত্রে যুদ্ধরত বিদেশীদের সহিত শান্তি প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া ক্ষমতাসীন শাসকগণ দাবী করিতেছেন, সেই মুহূর্তে আমাদের নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে পাকিস্তান রক্ষাবিধি প্রয়ােগ সর্বাধিক নিন্দনীয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব