You dont have javascript enabled! Please enable it! 1966.02.18 | শেখ মুজিবের বিবৃতির নিন্দা- জিয়াউল আহসানের বিবৃতি | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
১৮ই ফেব্রুয়ারী ১৯৬৬

শেখ মুজিবের বিবৃতির নিন্দা
জিয়াউল আহসানের বিবৃতি

ঢাকা, ১৭ই জানুয়ারী।-ভারতীয় স্বেচ্ছাসেবক সংস্থার গভর্ণিং বডির পক্ষ হইতে পূর্ব পাকিস্তান পরিষদের প্রাক্তন স্পীকার জনাব সৈয়দ জিয়াউল আহসান গতকল্য এক বিবৃতিতে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের বিবৃতির সমালােচনা করেন। তিনি বলেন যে, শেখ সাহেবের দুইটি কনফেডারেশন দাবী ফেডারেশনের পরিপন্থী। উহা কার্যকরী করা হলে এক অংশ হইতে অপর অংশ সম্পূর্ণ পৃথক হইয়া যাইবে। তিনি বলেন, লাহাের প্রস্তাবে দুইটি পৃথক রাষ্ট্র গঠন করার কোন কথা নাই। মুসলিম লীগ একটি পাকিস্তানের জন্য সংগ্রাম করিয়াছিল। এমনকি জনাব সােহরাওয়ার্দীও অনুরূপ কথা বলেন নাই।
তিনি বলেন যে, পূর্ব পাকিস্তানের জন্য বহু কাজ করার রহিয়াছে সত্য। কিন্তু পাকিস্তান আন্দোলনের নেতৃবৃন্দ কখনও দুইটি পৃথক রাষ্ট্র চাহেন নাই। সেজন্য দুইটি গণপরিষদও গঠন করা হয় নাই।
উপসংহারে জনাব জিয়াউল আহসান বলেন যে, পূর্ব পাকিস্তানের জন্য যাহা করিতে চেষ্টা করুন না শেখ সাহেব যেন পাকিস্তানের ঐক্য ও সংহতি বিনষ্ট না করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব