You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
২৮শে ফেব্রুয়ারী ১৯৬৬

৬-দফার বাণী ঘরে ঘরে পৌছাইয়া দিন
নােয়াখালী জেলা আওয়ামী লীগ সম্মেলনে শেখ মুজিবের আহ্বান
(ইত্তেফাকের বিশেষ প্রতিনিধির তার)

মাইজদীকোর্ট, ২৭শে ফেব্রুয়ারী। -পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান অদ্য বলেন, “আমরা আর তাদের ঐক্যে বিশ্বাস করি না। আমরা জনগণের ঐক্যে বিশ্বাসী এবং জনগণের ঐক্য কায়েমের প্রত্যাশী। আমরা চাই তথাকথিত ষড়যন্ত্রের রাজনীতির অবসান ঘটুক এবং রাজনীতি সাধারণ মানুষের অধিকারে আসুক। বিবেকের দংশন যিনি অনুভব করেন, আসুন-আওয়ামী লীগের ৬-দফা কর্মসূচীকে সমুন্নত করিয়া তুলুন। মাইজদীকোর্ট টাউন হলে আয়ােজিত ননায়াখালী জেলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে ভাষণদানকালে আওয়ামী লীগ সম্পাদক উপরােক্ত আহ্বান জানান। হলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জনতা বিপুল হর্ষধ্বনি ও করতালি সহকারে শেখ মুজিবকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। নোয়াখালী জেলার ১৬টি থানা হইতে প্রায় ৩ শত প্রতিনিধি এই সম্মেলনে যােগদান করিয়াছেন। সম্মেলন দৃষ্টে প্রতীয়মান হয় যে, আওয়ামী লীগের ৬দফা কর্মসূচী প্রদেশের ঘরে ঘরে আলােড়ন সৃষ্টি করিতে সক্ষম হইয়াছে এবং কর্মিগণ যে কোন ত্যাগের বিনিময়ে প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জনের দৃঢ়প্রতিজ্ঞ। বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান কর্মীদের প্রতি ঘরে ঘরে ৬দফার বাণী পৌছাইয়া দেওয়ার আহ্বান জানান। প্রয়ােজন হইলে কর্মীদের স্বেচ্ছায় কারাবরণ করার জন্য তিনি কর্মীদের প্রস্তুত থাকিতে পরামর্শ দেন। তিনি বলেন যে, যেদিন এই ছয়-দফার জন্য একজন কর্মীও গ্রেফতার হইবেন, সেইদিন যেন পূর্ব পাকিস্তানের প্রতিটি কারাগার কর্মীদের দ্বারা ভরিয়া যায়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!