You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পাকিস্তান
১৯ই ফেব্রুয়ারী ১৯৬৬

শেখ মুজিবের প্রস্তাব পাকিস্তান বিচ্ছিন্ন করিবে : মওদুদী

চট্টগ্রাম, ১৮ই ফেব্রুয়ারী (এপিপি)।- জামাতে ইসলামীর প্রধান মওলানা আবুল আলা মওদুদী অদ্য এখানে বলেন যে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমানের ৬-দফা কর্মসূচী পাকিস্তানকে বিচ্ছিন্ন ও দুর্বল করিয়া ফেলিবে।
লালদীঘি ময়দানে এক জনসভায় বক্তৃতাকালে মওলানা মওদুদী উপরােক্ত মন্তব্য করিয়া বলেন যে, শেখ মুজিবর রহমানের এই কর্মসূচীর ফলে পূর্ব পাকিস্তানের উপর বহিরাক্রমণের আশঙ্কা বৃদ্ধি পাইবে।
তিনি বলেন যে, এই ৬-দফা কর্মসূচী পাকিস্তানের উভয় অংশের জনসাধারণের একতা ও সংহতির মূলে চরম আঘাত হানিবে।
মওলানা মওদুদী বলেন যে, শেখ মুজিবের কর্মসূচীতে ব্যাপক আঞ্চলিক ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব আরােপ করা হইয়াছে। কিন্তু এই শ্রেণীর পরিকল্পনা জনসাধারণের সম্মুখে উত্থাপনের উহা উপযুক্ত সময় নহে।
তিনি বলেন যে, বর্তমান সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই সকল রাজনৈতিক দলের একমাত্র কর্মসূচী হওয়া উচিত।
মওলানা মওদুদী বলেন যে, তিনি সর্বদা পূর্ব পাকিস্তানের দাবী-দাওয়ার কথা বলিয়াছেন এবং পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের সমর্থন করিয়াছেন। শেখ মুজিবর রহমান। (ষ্টাফ রিপাের্টার) চট্টগ্রাম ও নােয়াখালীতে তিন দিবসব্যাপী সফরের উদ্দেশ্যে পূর্ব-পাক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান আগামী শুক্রবার উল্কা ট্রেনযােগে ঢাকা ত্যাগ করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!