You dont have javascript enabled! Please enable it! 1966.02.20 | ‘৬-দফা দাবীর মধ্যে প্রদেশের ৫ কোটি লােকের আশা-আকাক্ষা অভিব্যক্ত হইয়াছে’- ঢাকা বারের ২১ জন আইনজীবীর বিবৃতি | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২০শে ফেব্রুয়ারী ১৯৬৬

‘৬-দফা দাবীর মধ্যে প্রদেশের ৫ কোটি লােকের
আশা-আকাক্ষা অভিব্যক্ত হইয়াছে’
ঢাকা বারের ২১ জন আইনজীবীর বিবৃতি
(ষ্টাফ রিপাের্টার)

আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের ৬-দফা প্রস্তাবের উপর পূর্ণ সমর্থন জানাইয়া ঢাকা বারের ২১ জন বিশিষ্ট আইনজীবী গতকল্য শনিবার নিম্নমর্মে এক বিবৃতি দিয়াছেনঃ “পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমান ১৯৪০ সালের বিখ্যাত লাহাের প্রস্তাবের ভিত্তিতে যে ৬-দফা দাবী উত্থাপন করিয়াছেন, আমরা উহার প্রতি সর্বান্তঃকরণ সমর্থন জানাইতেছি। আমরা বিশ্বাস করি যে, এই ৬-দফা দাবী পাকিস্তানের মূল ভিত্তির উপরেই প্রতিষ্ঠিত এবং পাকিস্তানের ঐক্য ও সংহতির পক্ষে এই দাবী অতীব প্রয়ােজনীয়। এই ৬-দফা দাবীর মধ্যদিয়া পূর্ব পাকিস্তানের ৫কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার অভিব্যক্তি ঘটিয়াছে। পূর্ব পাকিস্তানের জনসাধারণের কাছে এই ৬-দফা দাবী জীবন-মরণের প্রশ্ন।
“আমরা দুঃখের সহিত লক্ষ্য করিতেছি যে, পাকিস্তানের কিছু সংখ্যক তথাকথিত রাজনৈতিক নেতা এইসব সত্যকার দাবীর প্রতি বিদ্রুপ করিতেছে। আমরা জানি, যখনই পূর্ব পাকিস্তানবাসীদের পক্ষ হইতে কোন ন্যায্য দাবী উত্থাপন করা হয়, তখনই এইসব তথাকথিত রাজনৈতিক নেতার চিত্তদাহ শুরু হয়। পূর্ব পাকিস্তানকে দীর্ঘকাল শােষণ করিয়াও এইসব তথাকথিত রাজনৈতিক নেতার খায়েশ মিটে নাই। তাহারা চিরদিনের জন্য পূর্ব পাকিস্তানের ৫কোটি মানুষকে দাসে পরিণত করিয়া রাখিতে চায়। পূর্ব পাকিস্তানের প্রতি উহা সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা আমরা পূর্ব পাকিস্তানের বঞ্চিত মানুষের প্রতি ইহাদের চিনিয়া রাখার আহ্বান জানাই।” বিবৃতিতে স্বাক্ষর করেনঃ মেসার্স সৈয়দ মােহাম্মদ আলী এডভােকেট, শেখ গােলাম আলী এডভােকেট, সতীশ চন্দ্র রায় এডভােকেট, নূরুল ইসলাম মুজাহিদী এডভােকেট, মােহাম্মদুল্লাহ এডভােকেট, শামসুদ্দিন আহমদ এডভােকেট, এ, কে, এম, আমিনুল ইসলাম এডভােকেট, আসমত আলী শিকদার এডভােকেট, শাহাবউদ্দিন আহমদ এডভােকেট, শামসুল হক এডভােকেট, কে, জি, মাহবুব এডভােকেট, আফসার উদ্দিন আহমদ এডভােকেট, আবুল হােসেন এডভােকেট, মােল্লা জালাল উদ্দিন আহমদ এডভােকেট, খন্দকার আলী আশরাফ এডভােকেট, আজিজুর রহমান চৌধুরী এডভােকেট, সিদ্দিকুর রহমান হাজরা এডভােকেট, খন্দকার মাহবুব হােসেন উকীল, আহমদ আলী উকীল, সৈয়দ গােলাম আরশাদ এডভােকেট, শাহ মােয়াজ্জেম হােসেন উকীল।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব