দৈনিক ইত্তেফাক
১০ই ফেব্রুয়ারী ১৯৬৬
‘প্রচারপত্র মামলা’ ২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত মুলতবী
(কোর্ট রিপাের্টার)
পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান, শাহ আজিজুর রহমান এম, এন, এ, ‘ইত্তেফাক সম্পাদক জনাব তফাজ্জল হােসেন, সংবাদ সম্পাদক জনাব জহুর হােসেন চৌধুরী, জনাব মাহমুদ আলী এম, এন, এ, জনাব আলিম আল রাজী এম, এন, এ, জনাব আলী আহাদ, জনাব আলী আকসাদ (সহযােগী সম্পাদক, ইত্তেফাক) ও জনাব ওবায়দুর রহমানের বিরুদ্ধে “পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও” শীর্ষক বেআইনী প্রচারপত্র প্রকাশের অভিযােগে আনীত মামলার শুনানী গতকল্য (বুধবার) ঢাকার অন্যতম প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আফসার উদ্দিনের কোর্টে আগামী ২৪শে ফেব্রুয়ারী পর্যন্ত মুলতবী রাখা হয়।
অভিযােগের বিবরণে বলা হয় যে, অভিযুক্ত ব্যক্তিগণ ১৯৬৪ সনের জানুয়ারী মাসে একটি দাঙ্গা প্রতিরােধ কমিটি গঠন করেন এবং “পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও” শীর্ষক প্রেসের নামধাম বিহীন এক প্রচারপত্র প্রকাশ করেন। পুলিস তদন্তের পর তাহাদের সকলের বিরুদ্ধে চার্জশীট দাখিল করিলে এই মামলার সূত্রপাত হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব