You dont have javascript enabled! Please enable it! 1966.01.31 | বিরােধী শিবিরের উদ্যোগে লাহােরে আসন্ন জাতীয় সম্মেলন- আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধিদল প্রেরণের সিদ্ধান্ত | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৩১শে জানুয়ারী ১৯৬৬

বিরােধী শিবিরের উদ্যোগে লাহােরে আসন্ন জাতীয় সম্মেলন
আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধিদল প্রেরণের সিদ্ধান্ত
(স্টাফ রিপাের্টার)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের পক্ষ হইতে শেখ মুজিবর রহমানের নেতৃত্বে ১০- সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল দেশের বিরােধী শিবিরের উদ্যোগে লাহােরে আয়ােজিত আসন্ন জাতীয় সম্মেলনে যােগদান করিবেন বলিয়া গতকল্য সিদ্ধান্ত গৃহীত হইয়াছে। কাউন্সিল মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম দলও আলােচ্য সম্মেলনে নিজ নিজ প্রতিনিধিদল প্রেরণ করিতেছেন বলিয়া জানা গিয়াছে। পাক-ভারত যুদ্ধোত্তরকালীন দেশের রাজনৈতিক অবস্থা পর্যালােচনার জন্য আগামী ৫ই ও ৬ই ফেব্রুয়ারী লাহােরে এই সম্মেলন অনুষ্ঠিত হইবে। আলােচ্য সম্মেলনে প্রতিনিধিদল প্রেরণের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির প্রস্তাবিত সভা সাময়িকভাবে স্থগিত রাখা হইয়াছে। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি নওয়াবজাদা নসরুল্লাহ খানের সহিত গত দুইদিন ধরিয়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন লাহাের জাতীয় সম্মেলন সম্পর্কে আলােচনার পর পূর্ব পাকিস্তান। আওয়ামী লীগ গতকল্য (রবিবার) উক্ত সম্মেলনে প্রতিনিধিদল প্রেরণের এই সিদ্ধান্ত ঘােষণা করে। প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান এই প্রতিনিধিদলের নেতৃত্ব করিবেন। নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহিরুদ্দিন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জনাব নূরুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, প্রাদেশিক পরিষদে বিরােধী দলের নেতা জনাব আবদুল মালেক এবং জাতীয় পরিষদে আওয়ামী লীগ সদস্য মেসার্স মিজানুর রহমান চৌধুরী, এ, এইচ, এম, কামরুজ্জামান, অধ্যাপক ইউসুফ আলী ও এ, বি, এম, নূরুল ইসলাম এই প্রতিনিধিদলে থাকিবেন। নওয়াবজাদা নসরুল্লাহর সঙ্গে আলােচনাক্রমে ইতিপূর্বেই পূর্ব পাকিস্তান কাউন্সিল লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম দল লাহােরে জাতীয় সম্মেলনে প্রতিনিধিদল প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। গতকল্য পর্যন্ত এন, ডি, এফ জাতীয় সম্মেলনে প্রতিনিধিদল প্রেরণ সম্পর্কে কোন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করিতে পারে নাই বলিয়া সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়াছে। উক্ত সূত্রে আরও জানান হয় যে, এন, ডি, এফ নেতৃবৃন্দ লাহাের সম্মেলনে প্রতিনিধিদল প্রেরণ প্রশ্নে নিজেদের মধ্যে এখনও আলােচনা চালাইয়া যাইতেছেন। পূর্ব পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে তিনদিনব্যাপী আলাপ-আলােচনার পর নওয়াবজাদা নসরুল্লাহ খান গতকল্য লাহােরের পথে ঢাকা ত্যাগ করিয়াছেন। ঢাকা ত্যাগের প্রাক্কালে তিনি এক বিশেষ সাক্ষাৎকারে উক্ত রিপাের্টারের কাছে। তাহার পূর্ব পাকিস্তান সফর সম্পর্কে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন যে, পাক-ভারত যুদ্ধ শেষে দেশ আজ এক গুরুত্বপূর্ণ ও সঙ্কটজনক পরিস্থিতিতে উপনীত হইয়াছে। বিরােধীদলগুলি এই সঙ্কট মুহূর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করিতে পারে না। তাই দেশের যুদ্ধোত্তরকালীন পরিস্থিতি বিবেচনার জন্য লাহাের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে। তিনি এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলিয়া উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, পূর্ব পাকিস্তানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলােচনা করিয়া তিনি অত্যন্ত উৎসাহিত বােধ করিয়াছেন এবং তিনি সন্তুষ্ট চিত্তে লাহাের প্রত্যাবর্তন করিতেছেন। তিনি বলেন যে, এইবার তাহার পূর্ব পাকিস্তান সফর সম্পূর্ণ সার্থক হইয়াছে। গতকল্য অপরাহ্নে নওয়াবজাদা নসরুল্লাহ জাতীয় পরিষদ সদস্য ডক্টর আলীম-আল-রাজীসহ স্বতন্ত্র দলীয় কতিপয় নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলােচনা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব