দৈনিক পাকিস্তান
৪ঠা ফেব্রুয়ারী ১৯৬৬
লাহােরের পথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ
শেখ মুজিব কর্তৃক উত্তর ভিয়েতনামে মার্কিন হামলা পুনরারম্ভের তীব্র নিন্দা
(স্টাফ রিপাের্টার)
লাহােরের সম্মেলনে যােগদানের জন্য আওয়ামী লীগের সম্পাদক শেখ মুজিবর রহমান, জনাব আবদুল মালেক উকিল ও অধ্যাপক ইউসুফ আলী এম এন এ গতকল্য বৃহস্পতিবার লাহােরের পথে করাচী যাত্রা করিয়াছেন।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাফেজ হাবিবুর রহমান ও জনাব এ বি এম নুরুল ইসলাম এম এন এ ইতিপূর্বেই লাহাের গমন করিয়াছেন।
এপিপি পরিবেশিত এক সংবাদে বলা হয় যে, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান গতকল্য বৃহস্পতিবার বলেন যে, যুক্তরাষ্ট্র উত্তর ভিয়েতনামের উপর বােমাবর্ষণ পুনরারম্ভ করায় বিশ্ববাসী মর্মাহত হইয়াছে।
তিনি বলেন যে, এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শান্তিপ্রয়াসের অন্তঃসারশূন্যতা প্রমাণিত হইয়াছে। একমাত্র জেনেভা চুক্তি অনুযায়ীই ভিয়েতনাম সমস্যার সমাধান সম্ভব।
তিনি অবিলম্বে এই হামলা বন্ধের দাবী জানান।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব