You dont have javascript enabled! Please enable it! 1966.02.04 | নেতৃবৃন্দের লাহাের যাত্রা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৪ঠা ফেব্রুয়ারী ১৯৬৬

নেতৃবৃন্দের লাহাের যাত্রা
(স্টাফ রিপাের্টার)

আগামীকল্য (শনিবার) লাহােরে দেশের গণতান্ত্রিক বিরােধী শিবিরের দুইদিবসব্যাপী জাতীয় সম্মেলনে যােগদানের জন্য অদ্য (শুক্রবার) বিকাল সাড়ে ৪টায় পি, আই, এ বিমানযােগে শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিনিধিদলের শেষাংশ লাহােরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করিবে। পূর্ব পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম দলের প্রতিনিধিদলের সদস্যরা ইতিমধ্যেই জাতীয় সম্মেলনে যােগদানের উদ্দেশ্যে লাহাের গমন করিয়াছেন। অদ্য শেখ মুজিবরের নেতৃত্বে আওয়ামী লীগের যাহারা লাহাের গমন করিবেন তাহারা হইতেছেন মেসার্স তাজুদ্দিন আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ইউসুফ আলী এম, এন, এ ও প্রাদেশিক পরিষদে বিরােধী দলের নেতা জনাব আবদুল মালেক উকিল। আওয়ামী লীগ দলীয় অপর দুইজন সদস্য মেসার্স হাফেজ হাবিবুর রহমান ও এ, বি, এম নূরুল ইসলাম এম, এন, এ যথাক্রমে গত বুধবার ও গতকল্য (বৃহস্পতিবার) করাচী যাত্রা করিয়াছেন। অন্যান্য দলের মধ্যে ইতিমধ্যেই নেজামে ইসলাম পার্টির মেসার্স ফরিদ আহমদ, মওলানা মােসলেহ উদ্দীন, এম, আর, খান ও সৈয়দ কামরুল আহসান লাহাের গমন করিয়াছেন। জামায়াতে ইসলামী দলের মওলানা আবদুর রহিম, অধ্যাপক গােলাম আজম, মওলানা ইউসুফ ও মওলানা আবদুস সােবহান এম, পি, এ এবং কাউন্সিল মুসলিম লীগের সৈয়দ মােহাম্মদ আফজাল, মেসার্স এ, কিউ, এম, শফিকুল ইসলাম, সৈয়দ আবদুস সুলতান, নওয়াজেশ আহমদ, আতাউল হক ও ডাঃ মফাজ্জল লাহাের গমন করিয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব