You dont have javascript enabled! Please enable it! 1966.01.21 | শেখ মুজিবের অভিনন্দন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২১শে জানুয়ারী ১৯৬৬

শেখ মুজিবের অভিনন্দন
(স্টাফ রিপাের্টার)

গতকল্য (বৃহস্পতিবার) আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান মিসেস ইন্দিরা গান্ধীকে ভারতীয় পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচন উপলক্ষে অভিনন্দন জানাইয়াছেন। শেখ মুজিব বলেন যে, মিসেস ইন্দিরা গান্ধী তাঁর পূর্বপুরুষ-বিশেষ করিয়া তাঁহার পিতা মিঃ জওহর লাল নেহরুর বিশ্বজনীনতার সার্থক উত্তরাধিকারী।
পাক-ভারত সম্পর্কের বর্তমান জটিল মুহূর্তে মিসেস গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শেখ মুজিবর রহমান স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁহার নেতৃত্বে পাক-ভারত সম্পর্কের উন্নয়ন সাধিত হইবে এবং এই দুই দেশের মধ্যে গভীরতর সমঝােতা সৃষ্টির মধ্যদিয়া দুই দেশের মধ্যকার সাম্প্রতিক দুর্ভোগের অবসান হইবে।
শেখ মুজিবর রহমান গতকল্য মােটরযােগে খুলনা গমন করিয়াছেন। গােপালগঞ্জ মহকুমাধীন তাঁহার স্বগ্রাম টুঙ্গিপাড়ায় পিতা-মাতার সঙ্গে ঈদ উদযাপনের পর আগামী ২৭শে জানুয়ারী তিনি ঢাকা প্রত্যাবর্তন করিবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব