আজাদ
২৯শে জানুয়ারি ১৯৬৬
হাইকোর্ট কর্তৃক জামিনে মুক্তিদান
(হাইকোর্ট রিপাের্টার)
ঢাকা হাইকোর্টের বিচারপতি জনাব টি তালুকদার গতকল্য (শুক্রবার) জনাব শেখ মুজিবর রহমানকে অন্তর্বর্তীকালের জন্য জামিনে মুক্তি দিয়াছেন। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, গতকল্য (২৮ শে জানুয়ারী) জনাব মুজিবর রহমানকে দেশদ্রোহিতার অপরাধে ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার (অতিরিক্ত ডেপুটি ম্যাজিষ্ট্রেট) জনাব এম বি আলম পাকিস্তান দণ্ডবিধি আইনের ১২৪ (ক) ও পূর্ব পাকিস্তান নিরাপত্তা আইনের ধারা মােতবেক এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। জনাব মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত মামলায় অভিযােগ করা হয় যে, জনাব সােহরাওয়ার্দীর মৃত্যু উপলক্ষে অনুষ্ঠীত এক শােক সভায় জনাব মুজিবর রহমান এক ভাষণদান করেন এবং উক্ত ভাষণে জামিনের আবেদন করা হইলে হাইকোর্ট উহা মঞ্জুর করেন। ম্যাজিষ্ট্রেট জামিনের আবেদন নামঞ্জুর করিলে শেখ মুজিবর রহমানকে পুলিশের হেফাজতে লইয়া যাওয়া হয়। কিন্তু হাইকোর্ট কর্তৃক জামিন মঞ্জুর হওয়ার পর তাঁহাকে ঢাকা সেন্ট্রাল জেল হইতে মুক্তি দেওয়া হয়। -এপিপি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব