You dont have javascript enabled! Please enable it! 1966.01.30 | জননিরাপত্তা আইনে শেখ মুজিবের বিরুদ্ধে অভিযােগ গঠন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৩০শে জানুয়ারী ১৯৬৬

জননিরাপত্তা আইনে শেখ মুজিবের বিরুদ্ধে অভিযােগ গঠন
(কোর্ট রিপাের্টার)

গতকল্য (শনিবার) ঢাকার অন্যতম প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এম, এ, মালিকের কোর্টে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান জননিরাপত্তা আইনের ৭(৩) ধারামতে অভিযােগ গঠন করা হয়।
স্মরণ থাকে যে, গত শুক্রবারই শেখ মুজিবর রহমান অপর একটি মামলায় এই ধারামতে অপরাধী সাব্যস্ত হইয়া ১ বৎসর কারাদণ্ডে দণ্ডিত হন এবং হাইকোর্টে আপীল করার পর তিনি অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হইয়া গতকল্য এই কোর্টে হাজির হন। বর্তমান মামলার অভিযােগের বিবরণে প্রকাশ, ১৯৬৪ সালের ২৯শে সেপ্টেম্বর ঢাকার আউটার স্টেডিয়ামে “জুলুম প্রতিরােধ দিবস উপলক্ষে আহূত এক জনসভায় শেখ মুজিবর রহমান বক্তৃতা করেন। উক্ত বক্তৃতা আইনতঃ প্রতিষ্ঠিত পাকিস্তান সরকারের বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত ও তাহাদের মনে সরকারের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করা হইয়াছে অথবা করিবার চেষ্টা করা হইয়াছে এবং উক্ত আপত্তিকর বক্তৃতা জনসাধারণকে আইন ও শৃংখলা ভঙ্গের জন্য এবং জনসাধারণকে সরকারকে কর প্রদান না করার জন্য প্ররােচিত করিয়াছে অথবা করার চেষ্টা করিয়াছে। রমনা থানার ভারপ্রাপ্ত অফিসার জনাব এম, ইসরাইল এই অভিযােগ আনয়ন করেন। এই মামলায় সরকারপক্ষের মােট ৬ জন সাক্ষীর জবানবন্দী গ্রহণ করা হয়। আগামী ১৪ই ফেব্রুয়ারী সাক্ষীদের জেরার তারিখ ধার্য হইয়াছে। আইনজীবী মেসার্স শাহ আজিজুর রহমান, জহিরুদ্দীন, আবুল হােসেন, খােন্দকার মাহবুব হােসেন, মােহাম্মদ উল্লা প্রমুখ আসামীপক্ষে ও জনাব বখত সরকারপক্ষে মামলা পরিচালনা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব