দৈনিক ইত্তেফাক
২৭শে ডিসেম্বর ১৯৬৫
অদ্য শেখ মুজিবরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানী
(ষ্টাফ রিপাের্টার)
অদ্য (সােমবার) ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এ, মালেকের এজলাসে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে জননিরাপত্তা আইনের ৭(৩) ধারা অনুযায়ী আনীত ‘রাষ্ট্রদ্রোহ মামলার শুনানী হইবে।
২৯শে ডিসেম্বর (বুধবার) ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব বি, আলমের এজলাসে শেখ মুজিবরের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১২৪ (ক) ধারা অনুযায়ী আনীত আর একটি দেশদ্রোহ মামলার সওয়াল-জওয়াব হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব