You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৬ই জানুয়ারী ১৯৬৬

বিভিন্ন মহল কর্তৃক লাহােরে গুলীবর্ষণের নিন্দা
শেখ মুজিবর কর্তৃক বাহিরে শান্তি, ভিতরে হিংসা নীতির সমালােচনা
(ষ্টাফ রিপাের্টার)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, লাহােরে পুলিশের গুলীতে একজন ছাত্রসহ দুই ব্যক্তির শােকাবহ মৃত্যুর খবরে আমি অত্যন্ত মর্মাহত হইয়াছি। শান্তির সন্ধানে বিদেশে যাইয়া যখন একনিষ্ঠভাবে আলাপ-আলােচনা চালানাে হইয়াছে তখন দেশের জনসাধারণকে দ্রুত পরিবর্তনশীল ঘটনাপ্রবাহ সম্পর্কে একটা নিজস্ব ও নির্দোষ অভিমত পােষণকারী ছাত্রসমাজকে বুঝানাের জন্য বলপ্রয়ােগের নীতি নিশ্চয়ই বাঞ্ছিত পন্থা হইতে পারে না। আমি ছাত্রদের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তান সরকারের এই ধরনের নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ, পশ্চিম পাকিস্তানের বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি এবং অনির্দিষ্টকালের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কঠোর নিন্দা জানাই।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!