You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৮ই নভেম্বর ১৯৬৫

সােহরাওয়ার্দী মৃত্যুবার্ষিকী যথাযােগ্যভাবে পালনের জন্য শেখ মুজিবের আহ্বান

(ষ্টাফ রিপাের্টার)
৫ই ডিসেম্বর জাতীয় শােক দিবস। দুই বৎসর পূর্বে এইদিন দেশের কৃতী সন্তান জনাব হােসেন শহীদ সােহরাওয়ার্দী ইন্তেকাল করেন। গণতন্ত্রকামী প্রতিজন পাকিস্তানী এইদিন পাকিস্তানের অন্যতম স্রষ্টা, গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতার অতন্দ্র প্রহরী হােসেন শহীদ সােহরাওয়ার্দী আজিকার জাতীয় সঙ্কটকালে নূতন করিয়া স্মরণ করিবে। শহীদের অমর স্মৃতি স্মরণ করিয়া আজ দেশবাসী নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য নূতন করিয়া শপথ গ্রহণ করিবে এবং মরহুমের জীবনের অসমাপ্ত কর্তব্য সমাপন করার উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করিবে।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান গতকল্য (বুধবার) ঢাকায় ঘােষণা করেন যে, আওয়ামী লীগ আগামী ৫ই ডিসেম্বর শহীদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযােগ্য মর্যাদার সঙ্গে পালন করিবে। প্রদেশের সর্বত্র গণতন্ত্রমনা সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সহযােগিতা লইয়া শহীদের মৃত্যুবার্ষিকী পালনের জন্য তিনি প্রদেশের সকল আওয়ামী লীগ শাখার প্রতি আহ্বান জানাইয়াছেন। কোরানখানি, মােনাজাত, দরিদ্রভােজন ও দানখয়রাত এবং শহীদের জীবনী আলােচনার্থ আলােচনাসভা এই দিনের কর্মসূচীর অন্তর্ভূক্ত থাকিবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!