দৈনিক ইত্তেফাক
১লা অক্টোবর ১৯৬৫
রবিবার আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির জরুরী সভা
(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান গতকল্য (বৃহস্পতিবার) ঘােষণা করিয়াছেন যে, আগামী ৩রা অক্টোবর, (রবিবার) সকাল ৯টায় ১৫, পুরানা পল্টনস্থ আওয়ামী লীগ অফিসে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হইবে। সভায় দেশের বর্তমান অবস্থা পর্যালােচনা করা হইবে। সংবাদপত্রের বিজ্ঞপ্তিকে নােটিস গণ্য করিয়া সকল সদস্যকে সভায় যােগ দিতে অনুরােধ করা হইয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব