You dont have javascript enabled! Please enable it! 1965.10.16 | পরলােকে চৌধুরী মােহাম্মদ আরিফ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৬ই অক্টোবর ১৯৬৫

পরলােকে চৌধুরী মােহাম্মদ আরিফ

বরিশালের অন্তর্গত উলানিয়ার জমিদার ও প্রাক্তন পরিষদ সদস্য জনাব চৌধুরী মােহাম্মদ আরিফ গত বৃহস্পতিবার প্রত্যুষে ঢাকায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি ক্যান্সার রােগে ভুগিতেছিলেন।
মরহুম চৌধুরী আজীবন রাজনীতি ও জনসেবার সঙ্গে সংযুক্ত ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পূর্বে তিনি বরিশাল জেলা সদর উত্তর মহকুমা মুসলিম লীগের সভাপতি ছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পর তিনি আওয়ামী লীগ সংগঠনে আত্মনিয়ােগ করেন। ইহা ছাড়া তরুণ সমিতি, জমিয়তে ওলামায়ে ইসলাম প্রভৃতি আরাে নানা প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। জনাব চৌধুরী একজন গীতিকার ও সুগায়কও ছিলেন। মৃত্যুকালে জনাব চৌধুরী এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে রাখিয়া গিয়াছেন।
বৃহস্পতিবার অপরাহ্ন চারিটায় আজিমপুর গােরস্থানে যথাযােগ্য মর্যাদার সঙ্গে তাঁহার দাফনকার্য সম্পন্ন হয়। জানাজায় শেখ মুজিবর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জনাব আবদুল হাদী তালুকদার, ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জনাব মঈনউদ্দিন চৌধুরী, মেজর আফসার উদ্দিন, জনাব তাজুদ্দিন, আলহাজ এ, এম, শরফুদ্দিন আহমদ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি যােগদান করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব