You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৯শে অক্টোবর ১৯৬৫

শেখ মুজিবের মামলা
সরকারপক্ষের সাক্ষ্য সমাপ্ত

(কোর্ট রিপাের্টার)
গতকল্য (সােমবার) ঢাকার অন্যতম প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এম, এ, মালেকের কোর্টে জননিরাপত্তা আইনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনীত মামলার সরকারপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। এ মামলায় সরকারপক্ষের মােট ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, ১৯৬৪ সালের ২৯ শে সেপ্টেম্বর ঢাকার আউটার স্টেডিয়ামে আইনতঃ প্রতিষ্ঠিত পাকিস্তান সরকারের বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত ও তাহাদের মনে ঘৃণা ও দ্বেষ সৃষ্টির উদ্দেশ্যে এক আপত্তিকর বক্তৃতা করার অভিযােগে জনাব শেখ মুজিবরের বিরুদ্ধে গত ২২শে নবেম্বর পূর্ব পাকিস্তান জননিরাপত্তা আইনের ৭(৩) ধারামতে রমনা পুলিস কর্তৃক এই মামলা দায়ের করা হয়। আগামী ৬ই নবেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য হইয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!