দৈনিক ইত্তেফাক
৭ই আগষ্ট ১৯৬৫
৮ই আগষ্ট যশাের আওয়ামী লীগের সভা
(ষ্টাফ রিপাের্টার)
যশাের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রওশন আলী জানাইয়াছেন যে, আগামী রবিবার, ৮ই আগষ্ট সকাল ১১ টায় যশাের টাউনে যশাের জেলা আওয়ামী লীগ কার্যকরী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হইবে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান এই সভায় যােগদান করিবেন। সকল মহকুমা কমিটির সভাপতি ও সম্পাদকগণকে এই সভায় যােগ দিতে অনুরােধ করা হইয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব