দৈনিক ইত্তেফাক
১০ই সেপ্টেম্বর ১৯৬৫
দাঁতভাঙ্গা জবাব দেওয়া হইবে
ভারতীয় বিমান আক্রমণের প্রতিবাদে শেখ মুজিব
গতকল্য (বৃহস্পতিবার) প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তানের উপর ভারতের বেপরােয়া বিমান আক্রমণের তীব্র নিন্দা করেন এবং ভারতের শান্তিকামী জনসাধারণকে ভারতীয় যুদ্ধবাজ নেতাদেরকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করিতে বাধ্য করার আহ্বান জানান।
গতকল্য প্রদত্ত এক বিবৃতিতে শেখ মুজিবর বলেন,“ভারতীয়রা পূর্বাঞ্চলীয় সীমান্তেও যুদ্ধ সম্প্রসারিত করিয়াছে এবং পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে তাহারা বেপরােয়া বিমান আক্রমণ চালাইয়াছে। ভারতের এইসব কার্যকলাপকে আমি কঠোরতম ভাষায় নিন্দা করি এবং পরিষ্কার ভাষায় আমি ভারতকে জানাইয়া দিতে চাই যে, প্রতিটি পূর্ব পাকিস্তানী তাহাদের মাতৃভূমির মান-মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় হামলার দাঁতভাঙ্গা জবাব। দিতে প্রস্তুত রহিয়াছে।”
তিনি বলেন, “ভারতের বিপুলসংখ্যক শান্তিকামী জনসাধারণের পক্ষে ভারতের যুদ্ধবাদী নেতাদেরকে উভয় দেশের শান্তি ও প্রগতির স্বার্থে প্রতিবেশীর সঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ করিতে বাধ্য করার এখনও সময় আছে”। -এ,পি,পি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব