সংবাদ
১০ই সেপ্টেম্বর ১৯৬৫
শেখ মুজিবর রহমানের বিবৃতি
পূর্ব পাকিস্তানে ভারতীয় বিমান হানার তীব্র নিন্দা
(নিজস্ব বার্তা পরিবেশক)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান গতকল্য এক বিবৃতিতে পূর্ব পাকিস্তানের উপর ভারতীয় বিমান হামলার তীব্র নিন্দা করেন। তিনি বলেন যে, প্রতিটি পূর্ব পাকিস্তানী আক্রমণকারীদের সমুচিত শিক্ষা প্রদান এবং মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিতে বদ্ধপরিকর।
ভারতের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি ভারতীয় সমস্ত নাগরিকদের জঙ্গীনীতি হইতে নিবৃত্ত করিবার আহ্বান জানাইয়া শেখ মুজিবর রহমান বলেন যে, উভয় দেশের অগ্রগতির স্বার্থে এখনও ভারতের সংখ্যাগরিষ্ঠ শান্তিপ্রিয় ও শুভবুদ্ধিসম্পন্ন জনসাধারণ তাহাদের সমরনায়কদিগকে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হইতে নিবৃত্ত করিতে পারেন। বৌদ্ধ সম্প্রদায়। পূর্ব পাকিস্তানের সর্বত্র বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকগণ অদ্য (শুক্রবার) ভারত অধিকৃত কাশ্মীরে মােজাহিদদের সাফল্য এবং ভারতীয় হামলার বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা প্রচেষ্টার সফলতা কামনা করিয়া বিশেষ প্রার্থনা করিবেন।
বৌদ্ধ সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ‘মধু পুর্ণিমা উদযাপনের কর্মসূচীর অংশ হিসাবে এই বিশেষ প্রার্থনার আয়ােজন করা হইয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব