You dont have javascript enabled! Please enable it! 1965.07.09 | শেখ মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযােগ গঠন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৯ই জুলাই ১৯৬৫

শেখ মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযােগ গঠন

(ষ্টাফ রিপাের্টার)
সরকারপক্ষের সাক্ষীদের জবানবন্দী শেষে গতকল্য (বৃহস্পতিবার) ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম, বি, আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযােগ গঠন করেন।
প্রকাশ থাকে যে, গতকল্য ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম,বি, আলমের এজলাসে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহ মামলার মুলতবী শুনানি পুনর্বার শুরু হয়। ১৯৬৩ সালের ১৫ই ডিসেম্বর জনাব মুজিবুর রহমানের পল্টন ময়দানে প্রদত্ত এক বক্তৃতাকে কেন্দ্র করিয়া এই মামলার উদ্ভব হয়।
গতকল্য প্রাদেশিক সরকারের সার্ভিসেস এণ্ড জেনারেল এডমিনিস্ট্রেশনএর সেকশন অফিসার সাক্ষ্যদান করেন। তিনি এই মামলা বর্তমানে আদালত কর্তৃক বিচার করার প্রশ্নে প্রাদেশিক অতিরিক্ত চীফ সেক্রেটারী মিঃ এইচ, টি, আলী কর্তৃক প্রদত্ত আদেশটি প্রমাণ করেন। এতদ্ব্যতীত গতকল্য বাংলা শর্টহ্যান্ড রিপাের্টার জনাব মােহাম্মদ হােসেনের সাক্ষ্য পুনর্বার গৃহীত হয়।
বাদীপক্ষের সাক্ষ্য শেষ হওয়ার পর আদালত শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪-ক ধারা এবং পূর্ব পাকিস্তান জননিরাপত্তা আইনের ৭(৩) ধারা অনুযায়ী অভিযােগ গঠন করেন। আগামী ২৪শে জুলাই এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হইয়াছে।
মেসার্স আবুল হােসেন, মােহাম্মদ উল্লাহ, শাহ মােয়াজ্জেম হােসেন, মনজুর রহিম, খােন্দকার মাহবুব হােসেন প্রমুখ আইনজীবীর সহায়তায় জনাব জহিরুদ্দীন শেখ মুজিবুর রহমানের পক্ষে এবং জনাব সােহরাব বখত উকিল এবং কোর্ট ইন্সপেক্টরের সাহায্যে ঢাকার পাবলিক প্রসিকিউটর। আর, এ, আলীম সরকারপক্ষে মামলা পরিচালনা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব