You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পাকিস্তান
৯ই জুলাই ১৯৬৫

শেখ মুজিবের বিরুদ্ধে অভিযােগ দায়ের

(ষ্টাফ রিপাের্টার)
গতকল্য বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম বি আলমের এজলাসে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে বিগত ১৫ই ডিসেম্বর পল্টন ময়দানে এক জনসভায় আপত্তিকর বক্তৃতাদানের অভিযােগে আনীত মামলার শুনানী সমাপ্ত হয় এবং জনাব এম বি আলম শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ১২৪ (ক) ও ১৯৫৮ সালের পূর্ব পাকিস্তান। জননিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারা অনুসারে অভিযােগ দায়ের করেন। গতকল্য সরকারপক্ষ ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম বি আলমকে সংশ্লিষ্ট মামলার বিচার করার ক্ষমতাদান সম্পর্কিত পূর্ব পাকিস্তান সরকারের অতিরিক্ত চীফ সেক্রেটারী জনাব এইচ টি আলীর দস্তখতযুক্ত একটি সরকারী নির্দেশ প্রমাণের জন্য প্রাদেশিক সরকারের সার্ভিসেস ও জেনারেল এডমিনিষ্ট্রেশনের সেকশন অফিসারের সাক্ষ্য গ্রহণ করেন। তাছাড়া ইতিপূর্বে পূর্ব পাকিস্তান সরকারের বাংলা শর্টহ্যাণ্ড রিপাের্টার জনাব। মােজাম্মেল হােসেনের সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হইলেও গতকল্য পুনরায় তাঁহার সাক্ষ্য গ্রহণ করা হয়। বিবাদীর পক্ষ হইতে ইহাতে আপত্তি দর্শান হয়। আগামী ২৪শে জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়। শেখ মুজিবর রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন জনাব জহীরউদ্দীন, জনাব আবুল হােসেন, জনাব মােহাম্মদ উল্লাহ, শাহ মােয়াজ্জেম হােসেন ও জনাব মীজানুর রহিম। সরকারী কৌসুলী জনাব এ আলীম সরকারপক্ষে মামলা পরিচালনা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!