দৈনিক ইত্তেফাক
১৬ই জুন ১৯৬৫
শেখ মুজিবের বিরুদ্ধে ৫টি মামলা
চলতি মাসে ৪টির ও আগামী মাসে ১টির শুনানি
(কোর্ট রিপোর্টার)
গতকল্য (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত ডিপুটি কমিশনার জনাব বি, আলমের কোর্টে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান হাজির হইলে আগামী ৩রা জুলাই এই মামলার সরকারপক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য হয়।
এখানে আরও উল্লেখযােগ্য যে, ঢাকার বিভিন্ন কোর্টে শেখ মুজিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ৩টি মামলাসহ মােট ৫টি মামলা বিচারাধীন রহিয়াছে। আগামী ২২শে, ২৬শে, ২৮শে ও ৩০শে জুন উক্ত মামলাগুলির পরবর্তী তারিখ ধার্য হইয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব