দৈনিক ইত্তেফাক
২৪শে জুন ১৯৬৫
অদ্য শেখ মুজিবের মামলার শুনানি পুনরারম্ভ
(কোর্ট রিপাের্টার)
ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম,বি, আলমের কোর্টে গত মঙ্গলবার আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারী শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি আরম্ভ হয়। চারজন সরকারী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলার শুনানি মুলতবী রাখা হইয়াছে। অদ্য (বৃহস্পতিবার) পুনর্বার এই শুনানি শুরু হইবে।
আসামীপক্ষে মেসার্স জহিরুদ্দীন, আবুল হােসেন, মােল্লা জালালুদ্দীন আহমদ, কোরবান আলী, মােহাম্মদ উল্লাহ, শাহ মােয়াজ্জেম, মঞ্জুরুর রহিম, খােন্দকার মাহবুব হােসেন প্রমুখ আইনজীবী এবং ঢাকার পাবলিক প্রসিকিউটর জনাব এম, এ, আলীম ও কোর্ট ইন্সপেক্টর সরকারপক্ষে মামলা পরিচালনা করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব