দৈনিক পাকিস্তান
২৫শে জুন ১৯৬৫
শেখ মুজিবের বিরুদ্ধে আনীত মামলার শুনানী মুলতবী
(স্টাফ রিপাের্টার)
ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব এম বি আলম শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত একটি ফৌজদারী মামলার শুনানীর দ্বিতীয় দিনে গতকল্য বৃহস্পতিবার বাদীপক্ষের আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মামলাটি আগামী ৩রা জুলাই পর্যন্ত মুলতবী রাখেন।
১৯৬৩ সালের ডিসেম্বর মাসে আউটার স্টেডিয়ামে প্রদত্ত শেখ মুজিবের একটি বক্তৃতাকে কেন্দ্র করিয়া উক্ত মামলা দায়ের করা হইয়াছে। তাঁহার বক্তৃতার অংশবিশেষ রাষ্ট্রদ্রোহিতামূলক বলিয়া অভিযােগ আনা হইয়াছে।
এডভােকেট জনাব জহিরুদ্দীন শেখ মুজিবর রহমানের পক্ষ সমর্থন করিতেছেন, সরকারী কৌসুলী জনাব এম এ আলীম বাদী পক্ষে মামলা পরিচালনা করিতেছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব