আজাদ
২৯শে জুন ১৯৬৫
শেখ মুজিবের মামলা
(ষ্টাফ রিপাের্টার)
গত বৎসর ২৯শে সেপ্টেম্বর পল্টন ময়দানে আপত্তিকর বক্তৃতাদানের অভিযােগে পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারা মােতাবেক শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার শুনানী গতকল্য সােমবার ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এম, এ, মালেকের আদালতে আরম্ভ হইয়াছে।
গতকল্য সােমবার সরকারপক্ষের চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আগামী ৩০শে জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য্য করা হইয়াছে।
জনাব জহিরুদ্দিনসহ ঢাকা বারের বহু আইনজীবী বিবাদীপক্ষ সমর্থন করেন। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর জনাব আবদুল আলীম।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব