You dont have javascript enabled! Please enable it! 1965.06.29 | শেখ মুজিবের মামলা- ৪ জনের সাক্ষ্যের পর শুনানী মুলতবী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২৯শে জুন ১৯৬৫

শেখ মুজিবের মামলা
৪ জনের সাক্ষ্যের পর শুনানী মুলতবী

(কোর্ট রিপাের্টার)
ঢাকার অন্যতম প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এম, এ, মালিকের এজলাসে গতকল্য (সােমবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সম্পাদক শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত মামলায় ৪ জন সরকারী সাক্ষীর সাক্ষ্য গৃহীত হয়। এই সাক্ষী ৪জন হলেনঃ রমনা থানার অফিসার ইন-চার্জ জনাব ইসমাইল, জনাব ইসমাইল, গভর্ণমেন্ট রিপাের্টার জনাব মােজাম্মেল হক এবং জনাব হায়াৎ আজীজ। ইহাদের সাক্ষ্য গ্রহণের পর মামলার শুনানী আগামী ৩০ শে জুলাই পর্যন্ত মুলতবী রাখা হয়।
প্রসঙ্গক্রমে উল্লেখ করা যাইতে পারে যে, ১৯৬৪ সালের ২৯শে সেপ্টেম্বর পল্টন ময়দানে আপত্তিকর বক্তৃতা দেওয়ার জন্য শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান নিরাপত্তা অর্ডিন্যান্সের ৭(৩) ধারা অনুযায়ী এই মামলা আনীত হয়।
মেসার্স মােহাম্মদ উল্লাহ, আবুল হােসেন, কোরবান আলী, শাহ মােয়াজ্জেম হােসেন, মকবুলুর রহমান, মনজুরুর রহিম, খােন্দকার মাহবুবুল হােসেন, আফসার উদ্দীন আহমদ খান প্রমুখ আইনজীবীর সহায়তায় জনাব জহিরুদ্দীন আসামীপক্ষে এবং ঢাকার পাবলিক প্রসিকিউটর জনাব এ, আলীম সরকারপক্ষে মামলা পরিচালনা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব