দৈনিক পাকিস্তান
২৯শে জুন ১৯৬৫
শেখ মুজিবের মামলা চারজনের সাক্ষ্য গ্রহণ
(স্টাফ রিপাের্টার)
গতকল্য সােমবার ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এম এ মালেকের এজলাসে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান জননিরাপত্তা অর্ডিনান্সের ৭(৩) ধারায় আনীত একটি মামলার শুনানী অনুষ্ঠিত হয়। বিগত ২৯ শে সেপ্টেম্বর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত এক জনসভায় আপত্তিকর বক্তৃতাদানের অভিযােগে শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করা হইয়াছে। গতকল্য রমনা থানার ভারপ্রাপ্ত পুলিশ সাব ইনসপেক্টর মােহাম্মদ ইসরাইল ও সরকারী রিপাের্টার জনাব মােজাম্মেল হকসহ মােট চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আগামীকল্য ৩০ শে জুন পর্যন্ত মামলার শুনানী মুলতবী রাখা হয়।
শেখ মুজিবর রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন জনাব জহীরউদ্দিন এডভােকেট এবং আরও অনেকে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব