দৈনিক ইত্তেফাক
২২শে মে ১৯৬৫
‘দুর্গতদের সেবায় আত্মনিয়ােগ করুন
শেখ মুজিবের আহ্বান
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান সাম্প্রতিক ঘূর্ণিবাত্যা সম্পর্কে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন যে, ১১ই মে রাত্রির সর্বনাশা দুর্যোগে প্রদেশের প্রায় অর্ধেক এলাকা বিপর্যস্ত হইয়াছে। সময় ও বিস্তৃতির বিষয় বিবেচনা করিলে বিগত দশ বৎসরের উপর্যুপরি কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হয়তাে ইহাই সর্বাধিক ভয়াবমূর্তি পরিগ্রহ করিয়াছিল।
জনাব মুজিবর রহমান দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত এলাকাতেই অবস্থান করিতেছিলেন এবং দুর্যোগের রুদ্রমূর্তি তিনি ব্যক্তিগতভাবেই অনুধাবন ও অবলােকন করিয়াছেন। ক্ষয়-ক্ষতি সম্পর্কে তিনি বলেন যে, শতকরা প্রায় একশত ভাগ কাঁচাঘর এবং প্রায় ৮০ ভাগ টিনের ঘর উড়িয়া গিয়াছে। গৃহপালিত পশুপাখীর শতকরা প্রায় ৭০ ভাগই মৃত্যুবরণ করিয়াছে।
শেখ মুজিবর রহমান তাহার বিবৃতিতে এই মহাদুর্যোগক্ষণে অসহায় ও দুর্গতদের সাহায্যার্থ মুক্তহস্তে দান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। রিলিফ কাজে আত্মনিয়ােগের এবং দলমত নির্বিশেষে ব্যক্তিগত ও প্রতিষ্ঠানগতভাবে সকলের সহিত সহযােগিতার জন্য তিনি আওয়ামী লীগ কর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব