দৈনিক ইত্তেফাক
১৫ই মে ১৯৬৫
ঘূর্ণিবাত্যায় শেখ মুজিব আহত
(ষ্টাফ রিপাের্টার)
গত ১১ই মে’র ঝড়ে গােপালগঞ্জ মহকুমার কোটালিপাড়া বন্দরে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান আহত হন। আহত অবস্থায় তাঁহাকে গত ১২ই মে টুঙ্গীপাড়া তাঁহার দেশের বাড়ীতে প্রেরণ করা হয়। শেখ মুজিব হাতে-পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
ঝড়ের রাত্রে শেখ মুজিব কোটালিপাড়া বন্দরে মৃধা সাহেবের চাউলের আড়তে আশ্রয়গ্রহণ করেন। ঝড়ে আড়ৎ ঘরের পাটাতন উড়িয়া যায় এবং তিনি পাটাতনের প্রায় তিনহাত নীচে মাটিতে পড়িয়া যান। আহত অবস্থায় তাঁহাকে স্থানীয় রেজিষ্ট্রী অফিসে স্থানান্তরিত করা হয়। কিন্তু অচিরেই রেজিষ্ট্ৰী অফিসের ছাউনিও উড়িয়া যায়। সঙ্গের লােকজন সেই অবস্থায় বাধ্য হইয়া শেখ মুজিবকে সন্নিহিত একটি মিষ্টির দোকানে লইয়া যান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিষ্টির দোকানের চালাও উড়িয়া যায়। শেখ মুজিব ও সঙ্গীরা অবশিষ্ট রাত্র মিষ্টির দোকানের টেবিলের তলায় কাটান। পরদিন প্রাথমিক চিকিৎসার পর শেখ মুজিবকে টুঙ্গীপাড়ায় তাঁহার দেশের বাড়ীতে পাঠান হয়। কোটালিপাড়ায় তিনি নির্বাচনী সফরে গিয়াছিলেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব