You dont have javascript enabled! Please enable it! 1965.06.03 | শেখ মুজিবের বিবৃতি- আলোচনার ভিত্তিতে রেল ধৰ্ম্মঘট অবসানের আহ্বান | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
৩রা জুন ১৯৬৫

শেখ মুজিবের বিবৃতি
আলোচনার ভিত্তিতে রেল ধৰ্ম্মঘট অবসানের আহ্বান

(ষ্টাফ রিপাের্টার)
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবর রহমান। গতকল্য বুধবার এক বিবৃতিতে আলাপ-আলােচনার ভিত্তিতে রেল ধর্মঘট সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানাইয়া ইপরেলকে অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের অনুরােধ জানান।
বিবৃতিতে তিনি সরকারকে নির্যাতনের পথ পরিহার করিয়া গ্রেফতারকৃত রেল কর্মচারীদের মুক্তি, সকল গ্রেফতারী পরােয়ানা ও মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন যে, সাইক্লোনের ফলে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রেল কর্মচারী লীগ ধর্মঘটের তারিখ পরিবর্তনের বিষয় যখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করিতেছিল, তখন সরকার রেল কর্মচারীদের গ্রেফতার, অফিসে তালাবদ্ধ প্রভৃতির মাধ্যমে সম্ভাব্য সকল নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করে। দুর্ভাগ্যের বিষয় রেল কর্মচারীগণ যখন এই নির্যাতনের মুখে ধর্মঘট করিতে বাধ্য হয়, সরকার তখন প্রদেশব্যাপী রেল কর্মচারীদের উপর অমানুষিক নির্যাতন আরম্ভ করে। এমনকি কোন কোন রেল কলােনীর শিশু কিংবা মহিলাদেরও এই নির্যাতনের হাত হইতে রেহাই দেওয়া হয় নাই বলিয়া জানা গিয়াছে। চট্টগ্রামে গুলীবর্ষণ করিয়া দুই ব্যক্তিকে হত্যা করা। হইয়াছে।
তিনি বলেন, দাবী না মানিয়া গরীব রেল কর্মচারীদের উপর এইরূপ নির্যাতনের নিন্দা না করিয়া উপায় নাই।
বিবৃতিতে তিনি আপােষ-আলােচনার মাধ্যমে অবিলম্বে বিরােধ মীমাংসার আশা প্রকাশ করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব