You dont have javascript enabled! Please enable it! 1965.06.09 | রাষ্ট্রদ্রোহিতার মামলা- শেখ মুজিবের পুনর্বার জামিন লাভ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৯ই জুন ১৯৬৫

রাষ্ট্রদ্রোহিতার মামলা
শেখ মুজিবের পুনর্বার জামিন লাভ

(কোর্ট রিপাের্টার)
গতকল্য (মঙ্গলবার) ঢাকার অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব বি, আলম রাষ্ট্রদ্রোহ মামলার আসামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানকে পুনর্বার দুই হাজার টাকার এবং অনুরূপ অঙ্কের দুইজন জামিনদারের জামিনে মুক্তি দেন। প্রকাশ থাকে যে, ইতিপূর্বে শেখ মুজিবুর রহমান এই মামলায় এই কোর্টেরই জামিনে মুক্ত ছিলেন; কিন্তু গত ঘূর্ণিঝড়ে গুরুতর আহত হওয়ায় শেখ মুজিবুর রহমান বর্তমান মামলায় বিগত তারিখ ৫ই জুন আদালতে হাজির হইতে না পারায় কোর্ট তাঁহার জামিন বাতিল করিয়া তাহার বিরুদ্ধে জামিনের অযােগ্য গ্রেফতারী পরােয়ানা জারি করেন। ডাঃ আনসারীর চিকিৎসাধীন শেখ মুজিবুর রহমান গতকল্য অসুস্থ শরীরে জনাব বি, আলমের কোর্টে হাজির হইয়া আত্মসমর্পণ করিলে কোর্ট তাঁহার পূর্বোক্ত রূপ জামিন মঞ্জুর করেন। প্রকাশ থাকে যে, এই একই কোর্টে অনুরূপ অভিযােগে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন আছে। বর্তমান মামলার অভিযােগের বিবরণে প্রকাশ, গত ১৯৬৩ সালের ১৫ই ডিসেম্বর পল্টন ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় শেখ মুজিবুর রহমান বক্তৃতা প্রসঙ্গে দেশে আইন অনুযায়ী প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে জনসাধারণের মনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করেন। শেখ মুজিবুরের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সৈয়দ আজিজুল হক, জনাব জহিরুদ্দিন, মােহাম্মদ উল্লাহ, আনােয়ারুল হক, শাহ মােয়াজ্জেম, খােন্দকার মাহবুব হােসেন, মঞ্জুর রহিম প্রমুখ আইনজীবী। পক্ষান্তরে সরকারপক্ষে উপস্থিত থাকেন ঢাকার পাবলিক প্রসিকিউটর জনাব এম, এ, আলীম।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব