You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৯ই এপ্রিল ১৯৬৫

শেখ মুজিবের মামলার শুনানী আরম্ভ

(হাইকোর্ট রিপাের্টার)
নিম্ন কোর্টে বিচারাধীন শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে আনীত অপর একটি দেশদ্রোহিতা সম্পর্কিত মামলা অন্যত্র স্থানান্তরের আবেদন জানাইয়া যে মামলাটি হইকোর্টে দায়ের করা হইয়াছে, উক্ত মামলার চূড়ান্ত শুনানী গতকল্য বৃহস্পতিবার হইতে শুরু হইয়াছে। মিঃ এস, আর, পাল শেখ মুজিবের পক্ষে সওয়াল জওয়াব পেশ করিতেছেন।
শেখ মুজিবের বিরুদ্ধে আরাে একটি দেশদ্রোহিতার মামলা দায়ের করা হইয়াছে। উক্ত মামলাটিকে খারিজ অথবা স্থানান্তরের আবেদন জানাইয়া শেখ মুজিব ঢাকা হাইকোর্টে আরাে একটি আবেদন পেশ করিয়াছিলেন। কিন্তু চূড়ান্ত শুনানীর পর হাইকোর্ট উক্ত আবেদন নাকচ করিয়া দিয়াছেন।
বিচারপতি জনাব বাকের এবং বিচারপতি জনাব এ, সােবহান চৌধুরীকে লইয়া গঠিত ডিভিশন বেঞ্চে বর্তমান মামলাটির শুনানী চলিতেছে।
শেখ মুজিবের পক্ষে ছিলেন মিঃ এস, আর, পাল ও মিঃ হালদার এডভােকেট। সরকার পক্ষে ছিলেন ডি, এল, আর জনাব এ, হাকিম ও জনাব নাইমুদ্দিন আহমদ এডভােকেট।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক ॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!